বগুড়ার ধুনট উপজেলার শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত সোমবার গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাদের জন্য ধুনট থানা পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আলোচিত এই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতারকৃতরা হলো-ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী পশ্চিমপাড়া এলাকার ফেরদৌসের ছেলে রিমন ইসলাম (১৭), আব্দুস সালামের ছেলে সিয়াম বাবু (১৬), ফজর আলীর ছেলে আব্দুল মোমিন (১৭)।
নিহত শিশু রজনী আকতার (৭) ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী পশ্চিমপাড়া এলাকার গাজিউর রহমানের মেয়ে এবং সে এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, গত ৪ মে বিকাল ৫টায় শিশু রজনী বাড়ি থেকে বের হয়ে এলাঙ্গী বাজারের গিয়ে নিখোঁজ হয়। এ বিষয়ে গত ৫ মে শিশু রজনীর বাবা তার মেয়েকে ফিরে পেতে ধুনট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের উত্তর পাশের একটি জঙ্গলে শিশু রজনী আকতারের মরদেহ দেখতে পেয়ে ধুনট থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশু রজনীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
পরবর্তীতে শিশু রজনী হত্যাকাণ্ডের আসামিদের ধরতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জেলা পুলিশের কয়েকটি দল। হত্যাকাণ্ডের সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে রিমন এবং পরদিন সিয়াম ও আব্দুল মোমিনকে গ্রেফতার করে পুলিশ।
ধুনট থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত জানা যাবে।