নিবন্ধন পেল আরও একটি রাজনৈতিক দল
‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’ নামের আরেকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে দলটি। যাদের নিবন্ধন নম্বর ৪৬। আর প্রতীক আপেল।
নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার (৮ মে) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে—রিট পিটিশনের (১২৭৩৭/২০১৮) গত ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবং Civil Petition for leave to Appeal No. 2233 of 2019 এর ওপর আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে The Representation of the People Order, 1972 (PO No. 155 of 1972 ) এর Chapter VIA এর বিধান অনুযায়ী বাড়ি-২ (দ্বিতীয় তলা), রোড-১৬/এ-২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২ এ অবস্থিত ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ‘আপেল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৪৬।
এর আগে সবশেষ গত ফেব্রুয়ারিতে নাজমুল হুদার গড়ে তোলা ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিয়েছিল ইসি। তৃণমূল বিএনপির মতো ইনসানিয়াত বিপ্লবকেও আদালতের আদেশে নিবন্ধন দেওয়া হয় বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নিবন্ধন পাওয়া দলটি আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে।
গত এক যুগে ৪৬টি দল কমিশনের নিবন্ধন পেয়েছে। এর মধ্যে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। ফলে এখন বর্তমানে নিবন্ধিত দল ৪১টি। ২০০৮ সালে শর্তসাপেক্ষে নিবন্ধন পেলেও স্থায়ী সংশোধিত গঠনতন্ত্র দিতে না পারায় নবম সংসদ নির্বাচনের ২০০৯ সালে ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়।
দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন আদালত অবৈধ ঘোষণা করে। একাদশ সংসদ নির্বাচনের আগে ইসির প্রকাশিত গেজেটে বলা হয়, আদালত জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করায় আরপিও অনুযায়ী দলটির নিবন্ধন বাতিল করা হল।
নিবন্ধন শর্ত প্রতিপালন না করায় একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এবং ভোটের পরে ২০২০ সালে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপি, ২০২১ সালে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার নিবন্ধন বাতিল করে ইসি।