• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বিরল প্রজাতির দুটি রাজ ধনেশ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

সংবাদ সংযোগ রিপোর্টার, আসাদুল ইসলাম

সিরাজগঞ্জে পাচারের চেষ্টাকালে বিরল প্রজাতির দুটি রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় দুই পাচারকারীকে আটক করে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার বিকেলে শহরের বাজার স্টেশন এলাকা থেকে এই পাখি দুটি উদ্ধার করে পাচারকারীদের আটক করা হয়। এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আতোয়ার হোসেনকে ১ বছর ও শামীম আহমেদকে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন।

আটককৃতরা হলেন- বগুড়া জেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অছিমুদ্দিনের ছেলে আতোয়ার হোসেন (২৫) ও ময়মনসিংহের শষ্যমালা পশ্চিমপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে শামীম আহমেদ (২৯)।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় দুই কার্টুনের মধ্য থেকে বিরল প্রজাতির দুটি রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

তিনি আরও জানান, বিরল এই রাজ ধনেশের ওজন ১ থেকে ৪ কেজি পর্যন্ত হয় এবং লম্বায় ২ থেকে ৪ ফুট পর্যন্ত হয়ে থাকে। উদ্ধারের পর পাখি দুটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও পাচারকারীদের ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধার অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুলহাজ উদ্দীন, উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী, উপ-পরিদর্শক (এসআই) ইশানুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিন্টু মিয়াসহ বিশেষ টহল বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ