• বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

বিএনপির ভরাডুবির কারণ বিএনপি নিজেই: জয়

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ মে, ২০২৩

২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির ভোট চুরি তত্ত্বের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ভোট চুরির ব্যাপারে বিএনপি আজও কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। বিএনপির ভরাডুবির কারণ বিএনপি নিজেই।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন প্রধানমন্ত্রীপুত্র।

সজীব ওয়াজেদ জয় লেখেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগতভাবে মিথ্যাচার করে সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত দল বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। এমনকী আওয়ামী লীগ-বিরোধী সংবাদ মাধ্যমেও অবাধে ‘রাতের ভোট’ তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। অথচ নির্বাচনের দিন সারাদিন কোনো ধরনের কারচুপি বা ব্যাপক ধরনের অনিয়মের কথা বিএনপি’র নেতারাও বলেননি। সংবাদ প্রতিবেদনে দেখা যাচ্ছে মানুষ স্বতস্ফুর্তভাবে ভোট দিচ্ছেন, বিএনপি নেতারা সন্তোষ প্রকাশ করছেন। কিন্তু সন্ধ্যার পরেই মির্জা ফখরুল-কামাল হোসেনদের ভোল পাল্টে যায় এবং তারা তাঁদের ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন। এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণও তারা হাজির করতে পারেননি। বিদেশি পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছিলেন। বিএনপির ভরাডুবির কারণ বিএনপি নিজেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ