• শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

বিএনপির একটি বড় অংশ দল ভেঙে নির্বাচনে আসবে: শেখ পরশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ জুন, ২০২৩

বিএনপির একটি বড় অংশ দল ভেঙে আগামী নির্বাচনে অংশ নেবে বলে দাবি করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সোমবার (১২ জুন) বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ আসনের অন্তর্গত যুবলীগের ইউনিট সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ দাবি করেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, সিটি করপোরেশন নির্বাচনের চিত্র দেখলে বোঝা যায় বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে চায়। আগামী নির্বাচনে আপনারা দেখবেন বিএনপির একটা বিরাট অংশ দল ভেঙে নির্বাচনের দিকে ধাবিত হবে।

তিনি বলেন, রাজনীতি মানে মানুষের অধিকার আদায় করা। বাংলাদেশের মানুষ যখনই তাদের অধিকার নিয়ে সংকটে পড়েছে, তখনই যুবলীগ রাজপথে অধিকার আদায়ে কাজ করেছে। আজ দেখছি একটি দল বা চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।

শেখ পরশ বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তাদের কর্মীদের মাঠে নামিয়ে সুযোগ খোঁজ করছে। যদি তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। এমন সুযোগের অপেক্ষা করছে। আসলে তারেক রহমান একজন কাপুরুষ। তারা অকৌশলমূলক রাজনীতির আশ্রয় নিয়েছে।

এছাড়া বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো অপকৌশলের আশ্রয় নেয়। তবে যুবলীগ তা রাজপথে থেকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ