• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

টাঙ্গাইলে কাভার্ডভ্যান খাদে পড়ে চালকের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ জুলাই, ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ডভ্যান খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই)  টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার নল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাভার্ডভ্যান চালক ইমদাদুল হাসান মাগুরা জেলার শ্রীপুর থানার নোহাটা গ্রামের আলম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা একটি কভার্ডভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ীর উপজেলার নল্যা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালকের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ