• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

চকরিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ৬ জন যাত্রী।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে চকরিয়া হারবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) খোকন কান্তি রুদ্র।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ নামের একটি বাস কক্সবাজারের দিকে আসছিল। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ যাত্রী। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে। হতাহত সকলকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ