• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

ইন্ডিয়া’ নামে ভারতে বিরোধীদলীয় জোটের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

কংগ্রেস-সহ ভারতে ২৬টি বিরোধীদলের নেতারা তাদের জোটের নাম ‘ইন্ডিয়া’ ঘোষণা করেছেন। বেঙ্গালুরুতে দলগুলোর বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিন মঙ্গলবার বিরোধী জোটের এই নামকরণ চূড়ান্ত করা হয়।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, কংগ্রেসের রাহুল গান্ধী প্রথম ‘ইন্ডিয়া’ নামটি সুপারিশ করেন। জোট ‘ইন্ডিয়া’র পুরো নাম ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’।

বৈঠক শেষে মঙ্গলবার বিকেলে এক যৌথ সংবাদ সম্মেলনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এনডিএ ও বিজেপি, আপনাদের কি ক্ষমতা আছে আমাদের ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করার?’

সে সময় কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে জানান, পাটনা ও বেঙ্গালুরুর পর বিরোধী দলগুলোর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে মুম্বাইতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ