ইসরাইলে প্রস্তাবিত বিচারিক সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভ মোকাবেলায় ব্যর্থ হওয়ায় বর্তমান সেনাপ্রধান জেনারেল হার্জি হালেভিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আভিগডর লিবারম্যান।
মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
আভিগডর লিবারম্যান অতি-ডানপন্থী ইসরাইল বেইতিনু পার্টির নেতা এবং সাবেক পররাষ্ট্র ও অর্থমন্ত্রী। ইসরায়েলের আর্থিক দৈনিক ক্যালকালিস্ট আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, ‘সেনাপ্রধানের দায়িত্ব ছিল নিরাপত্তা প্রদান ও সেনাবাহিনীর দক্ষতা বজায় রাখা। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে তিনি এ কাজে ব্যর্থ হয়েছেন। তাই তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
হালেভি বলেছেন, সরকারের বিচারিক সংশোধনের প্রতিবাদে ইসরাইলি সংরক্ষকদের দায়িত্ব পালনে অস্বীকৃতি ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর ক্ষতি করে ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।