• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

সৌদি আরব তুরস্ক থেকে ড্রােন কিনছে 

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

সৌদি আরব সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তাঁর এই সফরে দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী আঙ্কারার কাছ থেকে ড্রোন কিনবে রিয়াদ। এর পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে রওনা হবেন তিনি। খবর আলজাজিরার।

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে বেরিয়েছেন এরদোয়ান। দীর্ঘদিন তুরস্কের মুদ্রার পতন এবং অর্থনৈতিক সংকটের লাগাম টানা যাচ্ছে না। এ অবস্থায় তুরস্কে বিদেশি বিনিয়োগ বাড়াতে সোমবার সৌদি সফরে যান এরদোয়ান। তুর্কি বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, সৌদিতে বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত আলোচনা এবং ফোরামে অংশ নিয়েছেন তিনি। উভয় দেশ জ্বালানি, বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্পসহ কয়েকটি সেক্টরে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সৌদি গেজেট জানিয়েছে, তুর্কি প্রতিরক্ষা সংস্থা বেকার এবং সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরদোয়ান ও সৌদি যুবরাজ সালমান।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী আল সৌদ মঙ্গলবার টুইট বার্তায় জানান, সৌদির প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতি বাড়াতে ড্রোন কেনা হবে। কত টাকার চুক্তি হলো, এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি রিয়াদ। ইস্তাম্বুল ছাড়ার আগে এরদোয়ান বলেন, সফরের সময় আমাদের প্রাথমিক এজেন্ডা হবে আগামী দিনগুলোতে এই দেশগুলোর সঙ্গে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ