• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

কৃষ্ণ সাগরে শস্যবাহী জাহাজের বিরুদ্ধে হুমকি অগ্রহণযোগ্য : জাতিসংঘ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২২ জুলাই, ২০২৩

কৃষ্ণ সাগরের রুট দিয়ে ইউক্রেন ও রাশিয়া থেকে প্রতিবছর বিপুল খাদ্যশস্য আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে পাঠানো হতো।
জাতিসংঘের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো বলেছেন, কৃষ্ণ সাগরে বেসামরিক শস্যবাহী জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’। শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহারের পর মস্কো ও কিয়েভের দেওয়া বিবৃতির পরিপ্রেক্ষিতে শুক্রবার (২১ জুলাই) এ কথা বলেন তিনি।

রাশিয়া গত সোমবার (১৭ জুলাই) ইউক্রেন শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে বলেছে, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের দিকে যাওয়া যেকোনো জাহাজকে তারা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। এরপরই কিয়েভ রুশ নিয়ন্ত্রিত বন্দরগুলোর দিকে যাওয়া জাহাজগুলোর জন্য সতকর্তা জারি করে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো বলেন, ‘কৃষ্ণ সাগরে চলাচলকারী বেসামরিক জাহাজের সম্ভাব্য লক্ষ্যবস্তু সংক্রান্ত হুমকিগুলো অগ্রহণযোগ্য।’

জাতিসংঘের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা কৃষ্ণ সাগরে সমুদ্রে মাইন পোঁতার খবর নিয়েও উদ্বিগ্ন, যা বেসামরিক নৌ-চলাচলকে হুমকির মুখে ফেলবে।’

রোজম্যারি ডিকার্লো আরও বলেন, ‘ইতোমধ্যে সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে। এ ধরনের যেকোনো কার্যক্রম থেকে দূরে থাকতে আমরা দৃঢ় আহ্বান জানাই।’

রাশিয়া ও ইউক্রেনের শস্য বিশ্ববাজারে পৌঁছে দিতে জাতিসংঘ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন জাতিসংঘের এই আন্ডার সেক্রেটারি জেনারেল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ