• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

ইউক্রেনের হামলায় রাশিয়ার সাংবাদিক নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

ইউক্রেনের হামলায় রাশিয়ার যুদ্ধ প্রতিবেদক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর অভিযোগ, গুচ্ছ বোমা হামলা চালিয়েছে ইউক্রেন। খবর রয়টার্সের।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে গুলির আঘাতে আহত সাংবাদিকদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-তে কাজ করা সাংবাদিক রোস্টিস্লাভ ঝুরাভলেভ বদলি হওয়ার সময় মারা যান।

তবে হামলায় ইউক্রেন ক্লাস্টার বোমা ব্যবহার করেছে এর কোনো তথ্য প্রমাণ দেয়নি মন্ত্রণালয়। ইউক্রেন এই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্লাস্টার বোমা পেয়েছে, তবে তারা শুধু শত্রু সৈন্যদের ঘনত্ব কমানোর জন্য সেগুলি ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছে।

অনেক দেশ এই অস্ত্র নিষিদ্ধ করেছে কারণ এটি খুব বিপদজনক। এই বোমাগুলো ব্যবহার করা হলে তা বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টিপাতের মতো করে ঝড়ে এবং বেসামরিকদের জন্য ঝুঁকি তৈরি করে। সাধারণত কিছু বোমা অবিস্ফোরিত থেকে যায় যা কয়েক বছর পরেও বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

পার্লামেন্টের উচ্চকক্ষের ডেপুটি স্পিকার কনস্ট্যান্টিন কোসাচিওভ বলেছেন, ক্লাস্টার অস্ত্রের ব্যবহার ‘অমানবিক’ এবং এর দায় ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের ওপরই বর্তায়৷

নিম্নকক্ষের দলীয় নেতা লিওনিড স্লুটস্কি এটিকে ‘দানবীয় অপরাধ’ বলে অভিহিত করেছেন।

জাতিসংঘে রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি টুইট করেছেন, ‘আমি আশ্চর্য হয়েছি মার্কিন জনমত কী ভাবছে! তাদের দেশটি ভেঙে পড়া দুর্নীতিগ্রস্ত কিয়েভ সরকারকে বাঁচানোর নিরর্থক প্রচেষ্টায় নৈতিকতার সমস্ত সীমা অতিক্রম করছে।’

তাদের প্রতিক্রিয়া এই সত্যকে উপেক্ষা করে যে যুদ্ধে রাশিয়ার নিজস্ব ক্লাস্টার বোমার ব্যবহার মানবাধিকার গোষ্ঠী এবং জাতিসংঘের মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে।

মার্কিন ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ মে মাসে বলেছিল, রুশ বাহিনী হামলায় অস্ত্র ব্যবহার করেছে যা শত শত বেসামরিক লোকের প্রাণহানি এবং বাড়িঘর, হাসপাতাল এবং স্কুল ক্ষতিগ্রস্ত করেছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি এই সপ্তাহে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বিরুদ্ধে যথাযথ এবং কার্যকরভাবে গুচ্ছ অস্ত্র ব্যবহার করছে।

রাশিয়ার দক্ষিণ বেলগোরোদ অঞ্চলের গভর্নর শনিবারের শুরুতে অভিযোগ করেছেন, ইউক্রেন আগের দিন রাশিয়ার অভ্যন্তরে একটি গ্রামে ক্লাস্টার গোলাবারুদ ছুড়েছে, তবে হতাহত বা ক্ষয়ক্ষতি ঘটেনি। তবে তিনি কোন চাক্ষুষ প্রমাণ দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ