বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগের প্রতিবাদে ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার (২২ জুলাই) হাজার হাজার বিক্ষোভকারী তেল আবিব থেকে মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা জেরুজালেমে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন। বিক্ষোভকারীদের অনেকেই আবার সংসদ ভবনের বাইরে শিবির স্থাপন করেছেন।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে রোববার (২৩ জুলাই) ও সোমবার নেতানিয়াহুর ওই সংস্কার পরিকল্পনার ওপর চূড়ান্ত ভোটাভুটি হবে। এ সংস্কার অনুমোদন পেলে সরকারের যেকোনো ‘অযৌক্তিক’ সিদ্ধান্ত বাতিলের যে ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে, তা খর্ব হবে। বিরোধিরা নেতানিয়াহুর এ উদ্যোগকে ইসরায়েলের গণতন্ত্রের প্রতি হুমকি বলে মনে করছেন।