• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

ইসহাক দারকে পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করতে চায় ক্ষমতাসীন দল, রাজি নয় পিপিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
ইসহাক দার

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ তার দল পিএমএল-এন দলের সাহসী নেতা ইসহাক দারকে অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মনোনীত করতে চায়। কিন্তু তাদের শরিক দল পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) এটা নিয়ে ভিন্নমত পোষণ করেছে।

ডনের খবর অনুসারে, পিপিপির ভিন্নমত পোষণকারীরা বলছেন, নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে স্বার্থে শরিফ পরিবারের কেউ এখানে যথা উপযুক্ত নয়। যদিও পিপিপি নিজেরা কোনো প্রার্থীর নাম প্রস্তাব করেনি।

তবে পিএমএল-এন সরকার রবিবার সকল পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে। সেনাবাহিনীসহ সকল মিত্রপক্ষকে রাজি করানোর পর ক্ষমতাসীন দল আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।
সেনাপ্রধান মনোনীত করার মতো কেয়ারটেকার সরকার প্রধান মনোনয়ন নিয়ে পিএমএল-এন সরকার কারও সঙ্গে আপস করা ছাড়াই সিদ্ধান্ত নেবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ