• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

দাবানলের কবলে গ্রিসের আরও এক দ্বীপ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
দাবানলের কবলে গ্রিসের আরও এক দ্বীপ

দাবানলের সঙ্গে লড়াই করছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস। দাবানলের আগুন নতুন করে ছড়িয়ে পড়েছে দেশটির কর্ফু দ্বীপে।

সেখানে উচ্ছেদ আদেশ জারি করা হয়েছে।
রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় গ্রিসের জরুরি যোগাযোগ পরিষেবা কর্ফুর বেশ কয়েকটি এলাকায় উচ্ছেদ আদেশ জারি করে। দ্বীপের সান্তা, মেগৌলা, পোর্টা, পালিয়া, পেরিথিয়া এবং সিনিস এলাকার লোকজনকে সরে যেতে বলা হয়েছে।

একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ওই এলাকার বাসিন্দাদের সমুদ্রপথে সরিয়ে নিতে নৌকা পাঠানো হয়েছে।

গ্রিসের উত্তর-পশ্চিমে আইওনিয়ান সাগরে অবস্থিত কর্ফু দ্বীপ। পর্যটকদের কাছে এটি বেশ জনপ্রিয়। প্রতি বছর এই দ্বীপে কয়েক হাজার ব্রিটিশ নাগরিক ভ্রমণ করেন।

এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় গ্রিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্র রোডস আইল্যান্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১৯ হাজার মানুষকে।

সোমবার (২৪ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গ্রীক দ্বীপের কেন্দ্রস্থল থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায়, অনেক পর্যটক তাদের হোটেল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

গ্রিসের অনেক জায়গায় প্রায় এক সপ্তাহ ধরে আগুন জ্বলছে। সারা দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

এদিকে সোমবার গ্রিসে সরকারি ছুটি ছিল। তবে, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ছুটি বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ