• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

এবার ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
ইরানের নতুন ‘আবু মাহদি’ নামে ক্রুজ ক্ষেপণাস্ত্র

মঙ্গলবার সেনাবাহিনীর নৌ বিভাগে আনুষ্ঠানিকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘মাহদি’ যুক্ত হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর বিমানবাহী রণতরী এবং বিমানগুলোকে অকার্যকর করে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ইরানের উপকূল থেকে শত্রুকে দূরে রাখতে পারে এবং এটি শত্রুর ইলেকট্রনিক যুদ্ধের মোকাবেলার ক্ষেত্রে অত্যন্ত সফল।

আলী রেজা তাংসিরি বলেন, আবু মাহদি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে ঘায়েল করতে পারে। এটি নৌযান যেমন স্থাপন করা যায়নি তেমনি উপকূলীয় যেকোনো প্ল্যাটফর্ম থেকেও নিক্ষেপ করা যায়।

আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পাল্লা কিলোমিটারেরও বেশি, যা ইরানের সামুদ্রিক প্রতিরক্ষার পরিসরকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ