পাকিস্তানের খাইবার পখতুনখাওয়াতে একটি মসজিদের ভিতরে হামলায় পুলিশের এডিশনাল হাউস অফিসার আদনান আফ্রিদি নিহত হয়েছেন। মঙ্গলবার খাইবার এজেন্সিতে এই হামলা হয়। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা আশফাক আনোয়ার অনলাইন ডনকে বলেছেন, কথিত আত্মঘাতী বোমা হামলাকারীকে ধরার জন্য পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। এই টিমে ছিলেন আদনান আফ্রিদি। ওই এলাকায় আত্মঘাতী হামলা চালানোর মতো লোকজন আছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। কিন্তু পুলিশ দেখেই দৌড়ে পালিয়ে যায় সন্দেহভাজনরা। আশফাক আনোয়ার বলেছেন, ওই ব্যক্তিদের ধরার জন্য একটি মসজিদে প্রবেশ করে পুলিশের দল। সেখানেই আত্মঘাতী হামলা চালায় তারা। এতে আদনান আফ্রিদি নিহত হন। হামলায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা পরে বলেছেন, ওই মসজিদটি হামলার টার্গেট ছিল না।
এসব বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আলাদাভাবে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা গুল ওয়ালি বলেছেন, স্থানীয়রা পুলিশকে খবর দেন যে কিছু লোকের সন্দেহজনক উপস্থিতি আছে সেখানে। প্রাদেশিক তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী ব্যারিস্টার ফিরোজ জামাল শেখ কাকাখেল এ হামলার নিন্দা জানিয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি।