• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ৬ রিপাবলিকান কংগ্রেসম্যানের বিরুদ্ধে সমন জারির ফিস

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
তিন ভাই ও মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ রিপাবলিকান

বাংলাদেশের ওপর ভিসা নীতি আরোপের জের ধরে একই পরিবারের তিন ভাই মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ রিপাবলিকান কংগ্রেসম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর লক্ষ্যে অবশেষে সমন জারির ফি জমা দিয়েছেন।

মিশিগান ফেডারেল আদালতের নির্দেশনানুযায়ী, মঙ্গলবার (২৫ জুলাই) সকাল পৌনে ১১টায় সংশ্লিষ্ট আদালতের ফাইনাশিয়াল শাখায় নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন মামলার প্রধান বাদী আলোচিত ড.রাব্বী আলম।

এ সময় ড.রাব্বী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, অভিযুক্ত কংগ্রেসম্যান পেন্সেনভোলিয়া অংগরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য পেরী স্কাট।(তিনি ইউএস আর্মির একজন লেফটেন্যান্ট জেনারেল), এলাবমা অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য বেরী মোর, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য বব গুড, টোনেসী অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য টীম বারসেট, ওহাইয়ো অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য ওয়ারেন ডেভিসন ও টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য কিথ সেল্ফ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের এটর্নী ও এটর্নী জেনারেল বিরুদ্ধে সমন জারি করতে পারে আদালত। যা চলতি সপ্তাহের ২/৩ দিনের মধ্যেই হতে পারে। আর সমন জারির পর পর তাদের দায়েরকৃত মামলাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

ড.রাব্বী আরো জানান, তিনি নিজেই এই মামলার উকিল এবং মামলাটি পরিচালনা করবেন।

বলাবাহুল্য, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার মুহুর্তে সুষ্ঠু,অবাধ ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার শর্তারোপ ভিসা নীতি আরোপ করে। এ নিয়ে বাংলাদেশ সরকার,,ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক দল আওয়ামী লীগ,সাধারণ মানুষ,বিরোধী দল গুলো সহ বিশ্বব্যাপী শুরু হয় আলোচনা-সমালোচনা আর তুমুল হৈ চৈ। কিন্তু বাইডেন সরকার তাতে অটল থাকে।

এরই মাঝে প্রেসিডেন্ট জো বাইডেন এর রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির ঘোর সমর্থক এবং এক সময়ের সেনা কর্মকর্তা বাংলাদেশি বংশোভূত মিশিগানে বসবাসরত ড.রাব্বী আলম
বাংলাদেশের বিরুদ্ধে আরোপিত ভিসানীতি দ্রুত প্রত্যহার চেয়ে প্রেসিডেন্ট জো বাইডেন,,স্টেট ডিপার্টমেন্ট ও এন্টনি ব্লিনকেনকে বিবাদী করে ফেডারেল আদালতে মামলা করেন।

তারপরই একই মামলার বাদী ড. রাব্বী আলম এবং তার অপর দু’ভাই রিজভী আলম ও শেরে আলম রাসু আবারো বাদী হয়ে ইউনাইটেড স্টেইটস ফেডারেল কোর্ট অব ইষ্টার্ন ডিষ্ট্রি্ট অব মিশিগান ডেট্রয়েট ইউএসএ ওই দ্বিতীয় মামলাটি করেন। এই মামলার নামকরণ করা হয়েছিল আলম এট অল ভি. পেরী এট অল।

মামলার অন্যতম বাদী ড.রাব্বী জানান, এই মামলা ইতিমধ্যে মহামান্য জজ নির্ধারণ করা হয়েছে সেলিনা ডি কুমার এবং রিফারিং জাজ নির্ধারণ করা হয়েছে মহামান্য এনথোহনী পি প্যটি। তিনি জানান, এই মামলাটি একটি ল্যন্ডমার্ক মামলা হবে। এটি একটি জটিল এবং গুরুত্বপূর্ণ ল’স্যুট। তার মতে,মামলার বিবাদী যেহেতু যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রনয়ণ কক্ষ কংগ্রেসের ৬ সদস্য জড়িত, সেহেতু এই মামলা বাংলাদেশের স্বাধীনতা ও সাবভৌমত্ব সুরক্ষার ক্ষেত্রেও তা ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, এই মামলা পরিচালনাকারী হিসেবে উকিলের দায়িত্ব পালন করবেন তিনি নিজেই অর্থাৎ ড.রাব্বী। মামলার অপর দুই বাদী মো: রিজভী আলম রিজভী ও শেরে আলম রাসুর পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করবেন, ড.রাব্বী নিজেই।
ইতিমধ্যে এই মামলায় বাদী পক্ষ জুরি চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ