• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

জাপানে ১৪ বছর ধরে কমছে জনসংখ্যা, রেকর্ড বেড়েছে বিদেশি বাসিন্দা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

পূর্ব এশিয়ার দেশ জাপানে টানা ১৪ বছর ধরে আশঙ্কাজনক হারে কমছে জনসংখ্যার পরিমাণ, বাড়ছে বার্ধক্য। এ ছাড়া দেশটিতে বসবাসরত বিদেশি বাসিন্দা বেড়েছে রেকর্ড পরিমাণ ৩০ লাখে।

বুধবার দেশটির সরকারি এক পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।

জাপানের অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গেলো ১৪ বছরে টানা জনসংখ্যা কমার ফলে গত বছর ২০২২ সালে জাপানি নাগরিক ৮ লাখ কমে দাঁড়িয়েছে ১২ কোটি ২৪২ লাখে। ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত আবাসিক নিবন্ধনের ওপর ভিত্তি করে এই সংখ্যা বের করা হয়েছে। জনসংখ্যা কমার সংখ্যায় এর আগে এত বড় লাফ কখনও দেখা যায়নি।

সরকারি তথ্যে দেখা গেছে, এই প্রথমবারের মতো জাপানের ৪৭টি প্রিফেকচারের সবগুলোতে দেশটির নাগরিকদের সংখ্যা কমেছে।

এ ছাড়া জাপানের সরকারি তথ্যমতে, দেশটিতে বসবাসকারী বিদেশি বাসিন্দার সংখ্যা এখন প্রায় ৩০ লাখের কাছাকাছি। মূলত বিদেশি নাগরিকদের সংখ্যা ক্রমবর্ধমান বাড়তে থাকায় জাপানের জনসংখ্যা কমছে বলে সরকারি তথ্য উল্লেখ করা হয়।

মূলত ২০০৮ সালে জাপানে জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপরই কম জন্মহারের কারণে গত ১৪ বছর ধরে তা কমতে থাকে।

এদিকে দেশটিতে জন্মহার বাড়াতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে জাপানের সরকার। প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো জানান, “সরকার নারী, বয়স্ক এবং অন্যান্যদের কর্মসংস্থানের জন্য শ্রমবাজার সংস্কার করবে।”

এদিকে জন্মহার বাড়াতে শিশু যত্ন এবং পিতামাতাদের সমর্থনের জন্য বছরে ২৫ কোটি ডলার বরাদ্দ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ