• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার সময়সীমা ঘোষণা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
ফাইল ছবি

আগামী ১২ আগস্টের আগেই পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, মিত্র দলগুলোর সঙ্গে পরামর্শের আলোকে আগামী ১২ আগস্টের আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেন, জাতীয় পরিষদের মেয়াদ ১২ আগস্ট শেষ হবে এবং তার আগেই সংসদ ভেঙে দেওয়া হবে। এর পর নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

শাহবাজ শরিফ আরও জানান, সংসদের বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, তিনি সমস্ত মিত্র দল ও পাকিস্তান মুসলিম লীগের (এন) এর অন্যতম নেতা নওয়াজ শরিফের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করবেন।

এর আগে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেন শাহবাজ। এমনকি গত ৯ মে সামরিক নেতৃত্বের পতনের লক্ষ্যে সংঘটিত ঘটনার পেছনে ইমরানকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ