রাশিয়া সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক নাগরিকে মারা গেছে বলে দাবি করেছে কিয়েভ। সেইসঙ্গে আহত হয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি বেলোসভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪৯৯ জন শিশু রয়েছে। নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি এই কর্মকর্তা।
বলোসব জানান, দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করার পর হতাহতের প্রকৃত তথ্য জানা যাবে। শুধুমাত্র মারিওপোলেই হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে মনে করেন তিনি।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের দেওয়া এই সংখ্যা জাতিসংঘের দেওয়া তথ্যের কাছাকাছি। ৭ জুলাই জাতিসংঘ জানিয়েছিল, ৫০০ শিশুসহ যুদ্ধে ৯ হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।