১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়া পাকিস্তানে ১৪ আগস্ট, আর এর পরদিন ভারতে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সেই থেকে দেশ দুটি তাদের স্বাধীনতা দিবসে উভয়ের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে আসছে। এই ঐতিহ্যবাহী রীতিতে প্রথমবারের মতো ঘটল ছন্দপতন। এবার স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বিনিময় না করেই দিনটি উদযাপন করেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশ দুটি।
বুধবার (১৬ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শেষ কর্মদিবস ছিল গত ১৪ আগস্ট। বিদায়ী সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে কোনো শুভেচ্ছা বার্তা পায়নি। এ দিন আনোয়ারুল হক কাকার পাকিস্তানের অষ্টম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনিও মোদির পথ অনুসরণ করে পরের দিন ভারতকে তাদের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাননি।
পাশাপাশি প্রতিবেশী দেশে নতুন সরকারপ্রধান ক্ষমতা গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানানোর প্রচলিত কূটনীতিক রীতিও ভঙ্গ করেছেন।
ভারতের নরেন্দ্র মোদির বিজেপি সরকার ৯ বছর আগে ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে। যা বর্তমানে চরম আকার ধারণ করেছে।