যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলেতে শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিন কৃষ্ণাঙ্গের প্রাণহানি হয়েছে।
স্থানীয় সময় শনিবার দুপুরের এই ঘটনাকে জাতিগত ঘৃণা সন্ত্রাস বলে অভিহিত করেছে জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স।
রয়টার্স বলেছে, নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। শ্বেতাঙ্গ হামলাকারী গুলি করে ওই তিনজনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন।
জ্যাকসনভিলের সুপারশপ চেইন ডলার জেনারেলের একটি আউটলেটে ঢুকে ২০ বছর বয়সী ওই যুবক বন্দুক হামলা চালায় বলে জানিয়েছেন শেরিফ ওয়াটার্স।
তিনি বলেছেন, কৃষ্ণাঙ্গদের প্রতি হামলাকারীর ঘৃণা-বিদ্বেষ ছিল। বর্ণবাদী যুবকটি ঘৃণা থেকেই এ রকম হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এদিকে মর্মান্তিক এই ঘটনার তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।