দেশের পাশাপাশি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স ও ইতালির ভেনিসেও ব্যাপক আলোড়ন তৈরি করেছে বাংলাদেশি সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’।
সাফল্যের সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিনেমাটি মুক্তি পেল দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রেক্ষাগৃহে। সেখানে ‘প্রিয়তমা’ পরিবেশন করছে হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস-এর পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু।
তিনি জানিয়েছেন, মালয়েশিয়ার টিজিভি কেএলসিসি, টিজিভি চেরাস সেন্ট্রাল, টিএসআর সিনেমাক্স শাহআলম, এ-ই সিনেমাক্স সেরেম্বান, এমএমসি প্রানগিন মল পেনাং, এমএমসি সিটি স্কয়ার জোহরসহ বিভিন্ন স্থানে মুক্তি পেয়েছে সিনেমাটি।
কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।