• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:২১ অপরাহ্ন

সায়ন্তিকার ‘ছায়াবাজ’ শুটিং সেটে কেন ছিলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বাংলাদেশে আসেন পশ্চিমবঙ্গের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। কিন্তু নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে সিনেমার শুটিং পুরোপুরি শেষ না করেই কলকাতায় ফিরে যান তিনি।

নায়িকার অভিযোগ, নৃত্য পরিচালক মাইকেল অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছিল। এজন্য তাকে বদলের দাবি তুলেন সায়ন্তিকা। কিন্তু প্রযোজক মনিরুল ইসলাম সেটা মেনে নেননি।

অন্যদিকে মাইকেলও বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, কাজের স্বার্থেই সায়ন্তিকার হাত ধরেছিলেন তিনি।

এবার জানা গেল, সেদিন সিনেমাটির শুটিং সেটে উপস্থিত ছিলেন টালিউের আরেক অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির প্রাক্তন স্বামী রাজীব কুমার। কিন্তু তিনি কেন সায়ন্তিকার সিনেমার শুটিং সেটে গিয়েছিলেন? এখন সেই প্রশ্ন রহস্যের দানা বেঁধেছে নেটিজেনদের মনে।

সম্প্রতি বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নির্মাতা রাজীব বলেন, আমি তেমনভাবে সিনেমাটির সঙ্গে যুক্ত নই। মনিরুল ভাইয়ের প্রযোজনা সংস্থার সঙ্গে মাঝে মধ্যে কাজ করি। এই সিনেমার গানের রেকর্ডিং কলকাতায় হয়েছিল আমার তত্ত্বাবধানে।

নির্মাতা আরও জানান, যখন শুনলাম গানের শুটিং হচ্ছে, তাই দেখতে গিয়েছিলাম। তারপর যা কিছু ঘটেছে, তখন আমি উপস্থিত ছিলাম না। তাই কী হয়েছিল তা আমার পক্ষে বলা সম্ভব না।

জানা গেছে, অন্য একটি সিনেমার প্রি-প্রোডাকশনের কাজের জন্য বাংলাদেশে গিয়েছিলেন রাজীব। তবে এসব বিতর্কের আগেই কলকাতা ফিরে যান তিনি। তাই সায়ন্তিকার ‘ছায়াবাজ’ শুটিং সেটের বিতর্কের সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নন বলে জানান এই নির্মাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ