সরকার পতনের একদফা দাবি আদায়ে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। এ সময় ঢাকায় নেতাকর্মীদের মারধর গ্রেপ্তারের প্রতিবাদ জানান তারা।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কামার খাল পয়েন্টে গিয়ে সমাবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা সেলিম আহমদ ভুট্টু, তোফাজ্জল হোসেন, শামছুদ্দোহা প্রমুখ। এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা সেলিম আহমদ ভুট্টু বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দিয়েছে, নেতাকর্মীদের মারধর ও গ্রেপ্তার করেছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জে কোনো যানবাহন চলবে না বলেও জানান তিনি।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, যেকোনো ধরনের অপ্রতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পয়েন্ট অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজন মাঠে কাজ করছে।