জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পৌনে দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিকল ট্রেনের ইঞ্জিন সচল হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
ময়মনসিংহ রেলস্টেশনের মাস্টার নাজমুল হক খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে ঢাকা-ময়মনসিংহ রুটে টেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল ইঞ্জিন সচল হলে ওই রুটে ট্রেন চলাচল সচল হয়।
লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার খবরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ওই ট্রেনের ইঞ্জিন সচল হয়ে যায়।