মেধা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক, বগুড়া-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী শাহাজাদী আলম লিপি বলেছেন, সোনাতলা-সারিয়াকান্দির চরাঞ্চলে শিল্প নগরী গড়ে তুলে এই এলাকার বেকার সমস্যার সমাধান করা হবে। সেই সাথে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনাতলা-সারিয়াকান্দি গড়ে তোলা হবে।
তিনি গতকাল বুধবার বগুড়ার সোনাতলা উপজেলার কর্পূর বাজারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা সরকারী সম্পদ লুট করে ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার্ত রেখে দেয়। যারা ১০ কেজি চাল আর ১০ কেজি আটার লোভ সামলাতে পারে না তাদের ভিক্ষা করা উচিত। এই এলাকার মানুষকে স্বাধীনতার পর দীর্ঘ সময় একটি মহল জিম্মি করে এবং ধোকা দিয়ে বোকা বানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে এলাকার উন্নয়ন না করে নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিল। তাই এই এলাকার মানুষ প্রকৃত উন্নয়ন কি সেটা বুঝতে পারেনি।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে সংঘাতে পথ বেছে নিয়েছে। তারা বুঝতে পেরেছে এ দেশের মানুষ তাদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। তাই তারা সন্ত্রাস আর নৈরাজ্যের পথ বেছে নিয়েছে।
মোঃ ইব্রাহীম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান গেদা, আওয়ামীলীগ নেতা আবু তাহের, মুনজু মন্ডল, শহীদ গোলাম, হাবিবুল্লাহ হাবীব, রফিকুল ইসলাম মাষ্টার, জাহিদুল ইসলাম, এনামুল বাদশা, তুহিন মিয়া, রবিউল বারী, নাজমা খাতুন, চায়না বেগম প্রমুখ।
তিনি পরিশেষে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীকের চেয়ে ব্যক্তিকে বেশি প্রাধান্য দিতে হবে। তাহলেই উন্নয়ন আর উৎপাদনের ধারা অব্যাহত থাকবে।
বদিউদ-জ্জামান মুকুল
সোনাতলা বগুড়া
তারিখঃ ০১/১১/২৩