• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: জাল ভোটের অভিযোগ তুলে ২ প্রার্থীর ভোট বর্জন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেনের ভোট বর্জন

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে চার প্রার্থীর মধ্যে দুই জনই ভোট বর্জন করেছেন। রবিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন ও ২টার দিকে জাকের পার্টির শামছুল করিম খোকন লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন অভিযোগ করে বলেন, ‘৯০ ভাগ কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দিয়েছে ক্ষমতাসীন দলের লোকজন। এ ছাড়া তারা জাল ভোট দিচ্ছে। সকাল থেকে কেন্দ্রগুলো ভোটার শূন্য, অথচ ভেতরে গিয়ে দেখা যায়, ভোট পড়েছে। তাহলে এসব ভোট কারা দিচ্ছে। নির্বাচনের নামে আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। তাই এ ভোট বর্জন করলাম।’

অন্যদিকে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী শামছুল করিম খোকনের দাবি, ‘শুরু থেকে প্রশাসন আমাদের সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন প্রশাসন নীরব। ক্ষমতাসীন দলের লোকজন জাল ভোট দিচ্ছে। তাদের নেতাকর্মীরা কেন্দ্রে বল প্রয়োগ করছে। তাই ভোটের পরিবেশ না থাকায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জন করলাম।’

জাল ভোট ও অনিয়মের বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের একজন প্রার্থী মৌখিক অভিযোগ করেছে। সে বিষয়টি আমরা দেখছি। আমরা অনেক কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে।’

জানা গেছে, নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল), জাকের পার্টির শামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম)।

এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ তিন হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯ হাজার ৯৬ এবং নারী ভোটার এক লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ