গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এরই জেরে বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ফলে গাজীপুরের কোনাবাড়ী, জরুন, চান্দনা ও ভোগরা এলাকায় ৫০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত ২৩শে অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকালেও গাজীপুরের চান্দনা ও নাওজোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় পুলিশ টিয়ারসেল ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।