• মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:২০ অপরাহ্ন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

৪৮ ঘণ্টার টানা অবরোধের শেষ দিন সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে স্বেচ্ছাসেবক দল।

সোমবার সকালে পৃথকভাবে কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। উত্তরায় মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

মিছিলে উপস্থিত ছিলেন গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, মোস্তফা কামাল হৃদয়সহ বিভিন্ন থানার নেতাকর্মীরা।

এদিকে রাজধানী সালাউদ্দিন হসপিটাল, চকবাজার সোয়ারী ঘাট, খিলগাঁও চৌরাস্তা, ধানমন্ডি এবং পল্টন আজাদ প্রোডাক্টেসর সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহসভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

জহির উদ্দিন তুহিন জানান, জনপথ মোড়ে বিক্ষোভ মিছিলে সাদা পোশাকে পুলিশ হামলা করে এবং দক্ষিণের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। ৬ জনকে যাত্রাবাড়ী থানায় ও তিনজনকে গেন্ডারিয়ায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ