আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হল সিলেটের বিশ্বনাথের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন ‘বাতিঘর’-এর এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার। আজ শনিবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে বাতিঘর হলরুমে সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাতিঘর সভাপতি রুহেল আহমদ রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈমুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ আলী গণি। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বাতিঘর’র সাবেক সভাপতি অ্যাডভোকেট মাস-উদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক
মারুফ হোসাইন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাতিঘরের প্রচার সম্পাদক আতিকুর রহমান এবং
স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আখলাকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূণ্যভূমির বিশ্বনাথ প্রতিনিধি সাংবাািদক রাজা মিয়া, রহমানিয়া লাইব্রেরির সত্ত্বাধিকারী জিয়াউর রহমান, বাতিঘরের সাবেক সভাপতি মুহা. গোলাম মোস্তফা, সাবেক সহসভাপতি নুরুল হক, সংগঠক রাহাত আলী, তালুকদার সাকিব আহমদ শিশু প্রমুখ।
অনুষ্ঠানের শেষদিকে সপ্তাহব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালায় অংশগ্রহণকারীদের
মধ্যে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানমালার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রাথমিক পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাধ্যমিক পর্যায়ে মেধা অন্বেষণ, বাতিঘর পাঠশালার ছাত্রীদের অংশগ্রহণে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, ছাত্রদের অংশগ্রহণে স্টার গেমস প্রতিযোগিতা ও দলগত ফুটবল প্রতিযোগিতা।