• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন নওয়াজ শরিফ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ জাতীয় পরিষদে মানসেরা আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে শোচনীয়ভাবে হেরে গেছেন। তিনি অবশ্য দুটি আসন থেকে নির্বাচনে লড়ছেন। অপর আসনের ফলাফ এখনো জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়। খুব দেরিতে ফলাফল ঘোষণা করা হচ্ছে। মাঝখানে ১৩ ঘণ্টা ভোট গণনা ঘোষণা বন্ধ ছিল।

জাতীয় পরিষদের ১৫ নম্বর আসনে নওয়াজ শরিফ হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কছে।

বেসরকারি ফলাফলে দেখা যায়, শাহজাদা ৭৪,৭১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর নওয়াজ পেয়েছেন ৬৩,০৫৪ ভোট।

এটি পাকিস্তানের নির্বাচনের অপ্রত্যাশিত কোনো ফলাফলের প্রতিফলন হতে পারে বলে অনেকে মনে করছেন। নওয়াজ শরিফ এবারের নির্বাচনে সহজে জয়ী হয়ে আবারো প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছিল।

নওয়াজ লাহোরে একটি আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসমিন রশিদ।

সূত্র : সামা নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ