• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

বিজয়ী পিটিআই প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে নওয়াজের দল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

পাকিস্তানের নির্বাচনে বিজয়ী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল ‘পিটিআই-স্বতন্ত্র’ প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন দল পাকিস্তান মুসলি লীগ-নওয়াজ (পিএমএলএন)। -জিও নিউজ, রয়টার্স।

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসম্বলি ও প্রাদেশিক আইনসভাগুলোর নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। ন্যাশনাল অ্যাসেম্বলির আসনসংখ্যা মোট ২৬৬টি। এসবের মধ্যে একটি ব্যতীত বাকী ২৬৫ আসনে নির্বাচন হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত এই আসনগুলোর মধ্যে ১৩৯টির ফলাফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। তা বিশ্লেষণ করে দেখা গেছে, এই আসনগুলোর মধ্যে ৫৭টিতে জয়ী হয়েছেন জয়ী হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি নেতা ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

এছাড়া বিলাওয়ালি জারদারি ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৩৪টি আসন, পিএমএলএন পেয়েছে ৪২টি আসন। এর বাইরে মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) ৪টি, জামায়াতে উলামায়ে ইসলাম-ফজলুর (জেইউআই-এফ) ১টি এবং বাকি ১টি আসনে জয়ী হয়েছে অন্য একটি দলের প্রার্থী।

তোশাখানা দুর্নীতি মামলা এবং রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের মামলায় যথাক্রমে ১৪ ও ১০ বছর কারাবাসের সাজা পাওয়া ইমরান খান বর্তমানে আছেন পাকিস্তানের আদিয়ালা কারাগারে। এই নির্বচনে পাঞ্জাবের মিনাওয়ালিসহ আরও একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হয়নি।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এবং আদালত নির্বাচনে পিটিআই প্রার্থীদের দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে নির্বাচন কার্যক্রমে পিটিআই প্রার্থীরা দলীয় প্রতীকের পরিবর্তে ইসিপির নথিবদ্ধ অন্যান্য প্রতীক ব্যবহার করতে বাধ্য হয়েছেন। যেহেতু দলীয় প্রতীক ব্যবহার করতে পারেননি, তাই পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো এই প্রার্থীদের ‘পিটিআই-স্বতন্ত্র’ বলে উল্লেখ করছে। রয়টার্স জানিয়েছে, এ পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী সরকার গঠনের দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা পিএমএলএন ‘পিটিআই-স্বতন্ত্র’ প্রার্থীদের নিজ দলে নিয়ে আসতে ইতোমধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ