• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাইল পিটিআই

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তুলে শিগগিরই তার পদত্যাগ দাবি করেছে ইমরান খানের দল পিটিআই।

ইমরান খানের সঙ্গে বৈঠকের পর আদিয়ালা কারাগারের বাইরে পিটিআই সভাপতি ব্যারিস্টার গহর খান সাংবাদিকদের বলেন, আর একদিনের জন্যও প্রধান নির্বাচন কমিশনারের পদে থাকার অধিকার নেই।

তার দাবি, কোনও হস্তক্ষেপ ছাড়াই ভোটের সব ধরনের অসঙ্গতির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হতে হবে। আমরা চাই নির্বাচনের ফলাফল জনগণের ম্যান্ডেট অনুযায়ী হোক।

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত সেখানে কোনো দল সরকার গঠন করতে ব্যর্থ হয়েছে। একদিকে ভোটে অনিয়ম নিয়ে সেখানে বিতর্ক চলছে, অন্যদিকে সরকার গঠন নিয়ে দলগুলো একমত হতে পারছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ