দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় একটি সোনার খনিতে ধসের ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় সেখানে বহু শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর আল জাজিরা।
ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে একটি উন্মুক্ত সোনার খনিতে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
স্থানীয় কর্মকর্তা ইওরগি আর্কিনিগা জানিয়েছে, ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে বলিভার রাজ্যের গভীর বনে বুল্লা লোকা নামে পরিচিত উন্মুক্ত খনি থেকে প্রায় ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় সেখানে বহু মানুষ কাজ করছিলেন।
দেশটির বেসামরিক সুরক্ষাবিষয়ক উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন এবং একটি বড় ধরনের হতাহতের কথা উল্লেখ করেছেন, যদিও তিনি সুনির্দিষ্ট কোনও সংখ্যা দেননি।
ভিডিওটিতে দেখানো হয়েছে, একটি উন্মুক্ত খনির পানিতে কর্মরত শ্রমিকদের উপর ধীরে ধীরে মাটির একটি দেয়াল ধসে পড়ে।কেউ কেউ পালিয়ে যেতে পারলেও অনেকে মাটিচাপা পড়েন। কর্মকর্তাদের মতে, কমপক্ষে দুই’শ শ্রমিক ওই সময় খনিতে কাজ করছিলেন। যা কাছের শহর লা প্যারাগুয়া থেকে সাত ঘণ্টার নৌযাত্রা।