• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

পাকিস্তানের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট-গ্রহণ চলছে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৯ মার্চ, ২০২৪

পাকিস্তানের স্থানীয় সময় আজ শনিবার সকাল ১০টায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ উপলক্ষে পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করা হয়েছে। জাতীয় পরিষদ এবং সিনেট সদস্যরা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনে শক্তিধর প্রার্থী পাকিস্তান পিপলস পার্টির সহসভাপতি আসিফ আলি জারদারি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোটের মেহমুদ খান আচাকজাই। কিন্তু পরিস্থিতি এবং রাজনৈতিক আবহ বলছে, নির্বাচনে জারদারির বিজয়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন, জিও নিউজ।

নির্বাচনে ভোট দেয়া থেকে বিরত থাকার কথা মাওলানা ফজলুর রেহমানের দল জমিয়তে উলেমায়ে ইসলাম ফজল (জেইউআইএফ) এবং জামায়াতে ইসলামীর (জেআই) পার্লামেন্ট সদস্যদের। ফলে পিপিপির নেতা জারদারি প্রায় ৪০০ ভোট পেতে পারেন। অন্যদিকে আচাকজাই দুই শতাধিক ভোট পাবেন বলে মনে হয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ