সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্স প্যালেসের কাছে একটি হোটেলে হামলা চালিয়েছে জঙ্গী গোষ্ঠী আল-সাবাব। তাদের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
সোমালি পুলিশের মুখপাত্র কর্নেল কাসিম আহমেদ রোবেল বলেছেন, নিরাপত্তা বাহিনী বন্দুকযুদ্ধে পাঁচ হামলাকারীকেও হত্যা করেছে।
তিনি বলেছেন, হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ জন। তাদের মধ্যে ১৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন। ওই হোটেলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।
মূলত বৃহস্পতিবার রাতে মোগাদিসুর এসওয়াইএল হোটেলে হামলা চালায় সশস্ত্র যোদ্ধারা। তবে ১৩ ঘণ্টার অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সম্প্রতি সোমালিয়ার জঙ্গী গোষ্ঠীটির ওপর অভিযান বাড়িয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। কিন্তু তারপরও তাদের হামলা কমেনি।
এর আগেও বেশ কয়েকবার এসওয়াইএল হোটেলটিকে লক্ষ্যবস্তু করা হয়। রমজানের শুরুতেই সেখান থেকে এমন গোলাগুলির খবর এল। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আল-সাববা।