• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে, দায়ী ইসরায়েল: ইইউ’র বোরেল

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
ছবি: রয়টার্স

গাজায় দুর্ভিক্ষ ঘনিয়ে আসার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল। একইসঙ্গে দেশটির বিরুদ্ধে অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছেন বোরেল। সোমবার (১৮ মার্চ) এই এসব কথা বলেছেন তিনি। তবে দেশটির বিরুদ্ধে আনা এমন অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ব্রাসেলসে গাজায় মানবিক সহায়তা সংক্রান্ত একটি সম্মেলনের উদ্বোধনের সময় বোরেল বলেছিলেন, ‘গাজায় আমরা আর দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নেই। আমরা এখন দুর্ভিক্ষের মধ্যে রয়েছি যা হাজার হাজার মানুষকে প্রভাবিত করছে।’

এসময় তিনি আরও বলেন, ‘এটি অগ্রহণযোগ্য। অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ইসরায়েল দুর্ভিক্ষকে ত্বরাণ্বিত করছে।’

তবে বোরেলের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। এর প্রতিক্রিয়ায় তাকে ‘ইসরায়েলে হামলা বন্ধ করতে এবং হামাসের অপরাধের বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার’ আহ্বান জানিয়েছেন কাৎজ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে কাৎজ বলেছেন, ইসরায়েল ‘গাজায় স্থল, আকাশ এবং সমুদ্রপথে ব্যাপক মানবিক সহায়তার অনুমতি দিয়েছে।’ তবে সেই সুযোগটি জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ এর ‘সাহায্যে’ হামাস যোদ্ধারা ‘সহিংসভাবে বাধাগ্রস্ত’ করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ