• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

ভার্জিনিয়া, নিউ জার্সিতে ডেমোক্রেট গভর্নর নির্বাচিত, উল্লাস

আপডেটঃ : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

যুক্তরাষ্ট্রে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর বড় দুটি বিজয় পেয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। ভার্জিনিয়া রাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী এড গিলেস্পিকে পরাজিত করে গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট দলের রাফ নর্দাম। অন্যদিকে নিউ জার্সি রাজ্যে রিপাবলিকান প্রার্থী কিম গুয়াডাগনোকে পরাজিত গভর্নর নির্বাচিত হয়েছেন ফিল মারফি। এক বছরও পূর্ণ হয়নি ক্ষমতায় এসেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এমন দলীয় পরাজয়কে অশনি সংকেত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওদিকে নিউ ইয়র্ক সিটিতে স্বাচ্ছন্দ্যেই মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী ডি ব্লাসিও।
এ পদে তিনি পুনঃনির্বাচিত হলেন। এ বছর কংগ্রেসের গুরুত্বপূর্ণ নির্বাচনে পরাজিত হওয়ার পর এই বিজয়কে সেলিব্রেট করছে ডেমোক্রেটরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ভার্জিনিয়া রাজ্যে প্রায় সব ভোট গণনা করা হয়ে গেছে। সেখানে নর্দাম পেয়েছেন শতকরা ৫৩.৯ ভাগ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী গিলেস্পি পেয়েছেন ৪৪.৯ ভাগ ভোট। এখানে উল্লেখ্য, নর্দাম হলেন ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর। এ রাজ্যে জনপ্রিয় গভর্নর রয়েছেন টেরি ম্যাকঅলিফে। তিনিও একজন ডেমোক্রেট। তার স্থলাভিষিক্ত হবেন নর্দাম। এমন ফল করায় সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে এলিজাবেথ ওয়ারেন সহ শীর্ষ ডেমোক্রেটরা উল্লাস করছেন। তারা ট্রাম্পযুগের এক বছর শেষ না হতেই এ অবস্থা নিয়ে দেশের ভবিষ্যৎ সম্পর্কে টুইট করছেন। জো বাইডেন তার টুইটে মঙ্গলবার দিবাগত রাতে লিখেছেন, এই রাতটি হলো প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয়ের। গত একটি বছর যে কুৎসিত রাজনীতি আমরা প্রত্যক্ষ করেছি ভোটাররা তা প্রত্যাখ্যান করেছেন। সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন এমন প্রার্থীদের তারা গ্রহণ করেছেন। এলিজাবেথ ওয়ারেন লিখেছেন, এই রাতে আমরা প্রমাণ করে দিলাম: ডেমোক্রেটদের আছে অর্থ আর ক্ষমতা। কিন্তু আমাদের আছে জন সমর্থন আর ভোটার। তাদের চেয়ে আমাদের আরো বেশি অনেক কিছু আছে। এরিক হোল্ডার লিখেছেন, আমরা যদি কঠোর পরিশ্রম করি, দেশের সব জায়গা যাই তাহলে আমরা দেশকে ঐক্যবদ্ধ করতে পারবো। এর মাধ্যমে আমরা এই আতঙ্কজনক সময়কে অতিক্রম করতে পারবো। এ কাজটি সহজ নয়। তবে আমাদেরকে তা পারতেই হবে। আমরা লড়াই করতে জানি। এ নির্বাচনের মাধ্যমেই সেই লড়াই শেষ হয়ে যায় নি। সমাপ্তির এখানেই শুরু নয়। তবে এই শেষ থেকেই আমাদেরকে শুরু করতে হবে।Ñ এ কথা বলেছিলেন উইন্সটন চার্চিল। ওদিকে ভার্জিনিয়ায় প্রথম একজন আইন প্রণেতা নির্বাচিত হয়েছেন, যিনি একজন হিজড়া। তিনি হলেন ডানিকা রোয়েম। তিনি পরাজিত করেছেন ক্ষমতাসীন বব মার্শালকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ