মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পাগলা কুকুর’ বলে সম্বোধন করেছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উনকে নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা মন্তব্য করে উত্তর কোরিয়া। দেশটি বলে, পাগলা কুকুরের কথায় আমরা পরোয়া করি না। কারণ আমরা ইতোমধ্যে যথেষ্ট শুনেছি।
গতকাল বুধবার পিয়ংইয়ংয়ের এক মুখপাত্র এ মন্তব্য করেন। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বুধবার সকালে ভাষণ দেয়ার সময় কিম জং উনকে হুঁশিয়ার করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমাদের তিরস্কার করবেন না। আমাদের সঙ্গে লাগতে আসবেন না। সিএনএন।