রাজধানী জুড়ে মেঘের গর্জনে কেঁপে উঠছে আকাশ-বাতাস। সেইসঙ্গে ঝুম বৃষ্টির সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। এতে গত কয়েকদিন ধরে চলমান ভ্যাপসা গরম কমে আসায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে ঈদযাত্রায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
বৃহস্পতিবার (১৩ জুন) দিনভর ভ্যাপসা গরমের মধ্যে বিকেল থেকে রাজধানীর আকাশ অন্ধকার পৌনে ৫টার দিকে বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও তাৎক্ষণিক ভোগান্তিতে পড়তে হয়েছে ফুটপাতের দোকানীসহ ঘরমূখী সাধারণ মানুষদের।
দেশে বায়ুদূষণ বেশি তাই অ্যাজমায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে : পরিবেশ মন্ত্রী
এদিকে, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভিড় করেন ঘরমুখো যাত্রীরা। তীব্র যানজটের ভোগান্তি শেষ হতে না হতেই হঠাৎ ঝুম বৃষ্টির কবলে পড়ে স্বস্তির বদলে বিপাকে পড়েছেন ঈদে বাড়ি ফেরা সাধারণ মানুষ।
অন্যদিকে, রাজধানীর সায়েদাবাদ, কমলাপুর, যাত্রাবাড়ী, ধোলাইপাড় এলাকা ঘুরে দেখা গেছে, শেষ কর্মদিবসের পর বিকেলে বাস টার্মিনালে ভিড় ঘরমুখো যাত্রীদের। তবে ঝুম বৃষ্টিতে স্বস্তির বদলে বিপাকে পড়েছেন ঈদে বাড়ি ফেরা যাত্রীরা।
ভুক্তভোগীরা জানান, রাজধানীতে বিকেলে হঠাৎ অন্ধকার হয়ে বৃষ্টি পড়তে শুরু করে। তবে আগাম প্রস্তুতি না থাকায় অনেকে ভিজে যান। অনেক মানুষকে সড়কের আশপাশের ছাউনি ও দোকানের ভেতর আশ্রয় নিতে হচ্ছে। এমনকি বৃষ্টির কবলে পড়ে অনেকে বাস টার্মিনালেও পৌঁছাতে পারেননি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, আজ বিকেল ৫টার দিকে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। আজ রাজধানীতে বজ্রসহ বৃষ্টি শুরু হলেও এটি টানা কয়েক দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।