পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঢাকার দুই সিটির দু-একটি জায়গা ছাড়া অধিকাংশ এলাকায় পশুর বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) ঢাকার ওয়ারী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শনির আখড়া ঘুরে বর্জ্য অপসারণের চিত্র দেখা গেছে। তবে শনির আখড়া হাটসহ কয়েকটি এলাকার গলিতে বর্জ্য জমে থাকতে দেখা গেছে। পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে কাজ করছেন।
ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার কেউ কেউ পশু কোরবানি করেছেন। ফলে সেই বর্জ্যও জমছে অনেক জায়গায়। সেগুলো পরিষ্কারেও কাজ করছে দুই সিটি করপোরেশন।
দু-একটি জায়গা ছাড়া অধিকাংশ এলাকায় পশুর বর্জ্য অপসারণ।
নগরের বাসিন্দারা বলছেন, আগের তুলনায় বর্জ্য অপসারণ কার্যক্রমে ব্যাপক উন্নতি হয়েছে। আগে দিনের পর দিন বর্জ্য পড়ে থাকলেও পরিষ্কার করা হতো না। কিন্তু এখন সেই চিত্র পাল্টেছে।
পরিচ্ছন্নতাকর্মীরা জানান, আজ অনেকে পশু কোরবানি করায় সেগুলোর বর্জ্য জমে আছে। তবে দ্রুত সেগুলো অপসারণের কাজ চলছে।
দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মী বলেন, আমরা গতকাল (সোমবার) সকাল থেকে কাজ করছি। আজ আবার দ্বিতীয় দিন যারা কোরবানি দিচ্ছেন সেগুলোও পরিষ্কার করছি। এগুলা করতে বেশি সময় লাগবে না।