• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

অস্বাভাবিক মালবোঝাই ট্রাক উল্টে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুন, ২০২৪

সাম্প্রতিক সময়ে রাজধানীতে বাস, ট্রাক, পিকআপ সড়কের ওপর উল্টে পড়ার ঘটনা ঘটছে। অবশ্য এসব দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে যানবাহনগুলো সড়কে, কখনো বা ফ্লাইওভারে উল্টে গিয়ে যানজটে নাকাল রাজধানীবাসীকে আরও ভোগান্তিতে ফেলছে।

বুধবার (২৬ জুন) সকালেও এমন একটি ঘটনা ঘটেছে ধানমন্ডির রাসেল স্কয়ার এলাকায়।

অস্বাভাবিক মালবোঝাই একটি ট্রাক উল্টে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাইক্রোবাসের ওপর। মাইক্রোবাসটির পেছনের অংশে ট্রাকটি উল্টে পড়ার কারণে দুমড়েমুচড়ে গেছে বিমানের মাইক্রোবাসটি।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

এদিকে ব্যস্ততম এলাকা ধানমন্ডির রাসেল স্কয়ার সিগনালে এমন দুর্ঘটনায় আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। কর্মদিবসে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বাড়তে পারে এমন আশঙ্কা করছেন এই পথে চলা মানুষ।

পুলিশের পক্ষ থেকে এটি সরিয়ে রাস্তার যানজট কমানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ট্রাক উল্টে যাওয়ার পর রাস্তার অবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছে ট্রাফিক পুলিশের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ