• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

ঘটনাস্থলে ভারতীয় হাইকমিশনার ॥ আটক ১শ’৩৫

আপডেটঃ : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

রংপুর অফিস॥
রংপুরের হিন্দু পরিবারের ওপর যে তা-ব চালানো হয়েছে তা কখনোই ক্ষমাযোগ্য নয়। আমরা এ ঘটনায় মর্মাহত। সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে এ ধরনের কর্মকা- মেনে নেওয়া যায় না।  সোমবার সকালে ঠাকুরপাড়া ও শলেয়াশাহ গ্রামে পরিদর্শনে এসে সাংবাদিকদের উপরোক্ত কথাগুলো বলেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এসময় তিনি ক্ষতিগ্রস্থ  পরিবারগুলোকে নগদ ১০ হাজার টাকা করে অনুদান দেন। এ ঘটনায় তিনি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়ে বলেন, নিরাপরাধ মানুষ যাতে হয়রানি বা  গ্রেফতার না হন সে দিকেও নজর রাখতে হবে। এসময় তিনি কয়েকজন শিশুকে চিকিৎসাধীন অবস্থায় আটক করার নিন্দা জানান। একই সময়ে ঘটনাস্থল ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চ্যাটার্জি পরিদর্শন করেছেন। তবে,তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এদিকে শক্রবারের এই তা-বের ঘটনায় ১শ’৩৫ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী ও গঙ্গাচড়া থানা পুলিশ। এদের মধ্যে গতকাল সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত ৩৫ জনকে আটক করা হয়েছে। এদিকে, গঙ্গাচড়া থানার এস আই মি. আলী জানান, ভিডিও ফুটেজ ও ছবি দেখে আসামীদের শনাক্তর মাধ্যমে  অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে। উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে অনুযায়ী যাতে কোনও নিরপরাধ মানুষ গ্রেফতার না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। অপরদিকে, তা-ব চালানোর দিন লুট পাট করে নিয়ে যাওয়া গরু- ছাগল ভুক্তভোগিদের স্বজনেরা উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছেন পশুরামের স্ত্রী শ্রীমতি দুলালী রায়। দুলালী রায় আরও বলেন, সরকারী অনুদান পেয়ে ঘর- দোর নির্মাণের কাজ চলছে।  ভুক্তভোগী বৃদ্ধা কৌশলী বালা বলেন, বাপু তোমরা গুলে আছেন এখন আর ভয় নাই। তারপরেও বুকটা ধরপর ধরপর করছে। কখন যে ওমরা হামার উপর হামলা চালায় । হামরাগুলে সরকারী অনুদান পায়া ঘুরে দাড়াঁবার চেষ্টা করোছি। এসময়  পুঁজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা রতœা ঘোষক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ দিতে এসে  জানিয়েছেন, সংখ্যালঘুদের উপর জুলুম,নির্যাতন ও হামলার ঘটনা মেনে নেওয়া যায়না।  ্এ তান্ডবের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার  বেলা ৩ টায়  দেশব্যপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সেই সাথে প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপিও পেশ করা হবে।  উল্লেখ্য, ফেসবুকে একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার স্ট্যাটাসের জেরে রংপুর সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষে ও গুলিতে একজন নিহত হন। গুলিবিদ্ধ  হন পুলিশ সহ ১১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ