রাজধানীর মিরপুর দারুস সালাম মাজার রোডে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোহেল গাবতলী গরুর হাটে রাখাল হিসেবে কাজ করতেন।
রোববার (১৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে শনিবার (১৩ জুলাই) রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সহকর্মী ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. হানিফ জানান, তারা গাবতলী গরুর হাটে রাখার হিসেবে কাজ করেন। রাতে জানতে পারেন মিরপুর মাজার রোডে রাস্তা পার হওয়ার সময় কোন এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন সোহেল। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত ব্যক্তির স্ত্রী মোছা কুলসুম আক্তার জানান, তারা কল্যাণপুর ১১ নম্বর রোডে থাকেন। তাদের তিন মেয়ে এক ছেলে রয়েছে। তার স্বামী গাবতলী হাটে গরুর রাখাল হিসেবে কাজ করতেন। রাতে জানতে পারেন মাজার রোডে তার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেছে। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তাদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।