• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

ভোলাহাটে ২ ইউপি সদস্য গণধোলায়ের শিকার

আপডেটঃ : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২ ইউপি সদস্যকে গণধোলায় দিয়ে পুলিশে সোর্পদ করেছেন জনতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ মাস পূর্বে দলদলী ইউপি’র ৯ নং ওয়ার্ড সদস্য লিটুল(৩৫)’র বিরুদ্ধে গোহালবাড়ী ইউপির সুরানপুরের তিলোকী গ্রামে নারী সংক্রান্ত ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মঙ্গলবার সাড়ে ১০টার দিকে তিলোকী গ্রামের খালেকের ছেলে রুবেল(৩০) বরেন্দ্র এলাকায় ধান কাটার জন্য অটোযোগে রাহনপুর যাচ্ছিল। এমন সময় রুবেলের যাওয়ার খবর পেয়ে দলদলী গ্রামের তেঁতুলতলা নামক স্থানে লিটুল ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মোস্তাক অটোর গতিরোধ করে রুবেলকে রড ও চাবুক দিয়ে এলাপাথাড়ি শরীরিরের বিভিন্ন স্থানে পিটাতে থাকে। ঘটনাটি স্থানীয় লোকজন দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং এ ২ ইউপি সদস্যের অন্যায় আক্রমনে প্রতিবাদ করে গণধোলায় দিয়ে স্থানীয় ক্লাবে আটকে রাখেন। পরে ভোলাহাট থানা পুলিশে খবর দিয়ে পুলিশে সোর্পদ করা হয়। রুবেল আহত অবস্থায় ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ছটপট করছে। সে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। এ ব্যাপারে দায়িত্বরত এসআই রবিউল ইসলাম জানান, তাদের ব্যবহার করা ২টি রড, ১টি চাবুকসহ আরো কিছু জিনিষ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন জানান, উল্লেখিত ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ