• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

নাতীর পিতৃ পরিচয়ের দাবীতে নানার সংবাদ সম্মেলন

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

রংপুর অফিস॥
নাতীর পিতৃ পরিচয়ের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউপির হরিরাম গ্রামের আব্দুর রহমান (৬০) গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৮ সালের ১লা ডিসেম্বর আমার  বুদ্ধি, শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ে  (২৫) কে প্রতিবেশী আ. জলিলের ছেলে আবু কালাম (৪৫) জোর পূর্বক ধর্ষন করে। এতে আমার মেয়ে গর্ভবতী হয় এবং ২০০৯ সালের ৮ই সেপ্টেম্বর একটি পুত্র সন্তান প্রসব করেন। এই ঘটনায় তিনি রংপুরের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং-৪০/১০ নারী ও শিশু নির্যাতনদমন আইন (সং/০৩) এর ৯ (১)। পরে বিজ্ঞ আদালত ভিকটিম ও ভিকটিমের সন্তান ও আসামী আবু কালামের ডিএনএ পরীক্ষা করা হলে ৯৯.৯ শতাংশ প্রমানিত হয়। এদিকে ওই মামলার আসামী দীর্ঘদিন হাজতে বাস করার পর জামিনে বেড়িয়ে এসে  চলতি বছরের ৭ই নভেম্বর সন্ধ্যায় আবু কালাম গং ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় গত ১১ নভেম্বর আব্দুর রহমান বাদী হয়ে  পীরগাছা থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার কয়েকদিন পরে অপহরণকারীর বাড়ির সামনে থেকে ভিকটিমকে উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ। এরপর ভিকটিমকে আদালতে হাজির করেন। এখনও ভিকটিম পুলিশি  হেফাজতে রয়েছে। মেয়েটিকে উদ্ধার ও  শিশুটির পিতৃপরিচয়ের দাবী জানিছেন ভিকটিমের পিতা আ. রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পিতৃপরিচয়হীন শিশু রতন মিয়া(৮), বাদশা মিয়া, সামাদ মিয়া ও নজরুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ