ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে ১৪০০ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা উত্তরের ডিবি ও ধামরাই থানার পুলিশ। সোমবার (২০ নভেম্বর) বেলা ১০ ঘটিকার সময় ললিতনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক কৃত ব্যাক্তিরা হলেন ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের ললিতনগর গ্রামের মোঃ আজাহারুল ইসলামের ছেলে মোঃ আর্নিসুর রহমান (২৮), এবং লাল মনিরহাট থানা-জেলার দক্ষিণ গোপালনগর গ্রামের কেশব চন্দ্র বর্বমার ছেলে মহেন্দ্র নাথ বর্বমা (৩০)।
এই ব্যাপারে ধামরাই থানার (এস আই) মোঃ তৌহিদ ইসলাম ও ঢাকা উত্তরের ডিবি মোঃ এনায়েত হোসেন, জানান গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি যে ললিতনগর এলাকায় মাদকের বিশাল চালান আসছে এবং সেখানে ঐ গুলি বিক্রি করা হবে। এই সংবাদের ভিত্তিতে সকাল ১০ ঘটিকার সময় ললিতনগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি কালে হাতে নাতে ১৪০০ পিচ ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।