• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারাবদ্ধ: তারেক রহমান আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে ৭.৬২ এমএম রাইফেল নিয়ে: উপদেষ্টা সাখাওয়াত হঠাৎ মঞ্চে হাজির মমতা, আন্দোলনে রাশ টানার চেষ্টা সাগরে ৮ ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার আমেরিকার বেসরকারিখাত গুলো বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহী ভারত থেকে ঢাকায় ডোনাল্ড লু আ. লীগ. কখনোই বৈধ সরকার ছিল না, ক্ষমতা দখল করেছে সন্ত্রাসী কায়দায় ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়-: মাসুদ শুল্ক অর্ধেক কমিয়ে পেঁয়াজ রপ্তানির শর্ত থেকে সরে দাঁড়াল ভারত মনোবল অটুট আছে শেখ হাসিনার, খুব শিগগিরই কেটে যাবে আঁধার: নানক

রসিক নির্বাচন॥প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা শুরু

আপডেটঃ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

রংপুর অফিস॥
রংপুর সিটি করর্পোরেশন(রসিক) নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা প্রতীক নিয়ে ঘরে ঘরে ছুটছেন। প্রতীক হাতে পেয়েই উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। গতকাল সোমবার সকাল থেকেই আঞ্চলিক নির্বাচন অফিসে প্রার্থীদের প্রতীক দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। নগরীর  ৩৩ টি ওয়ার্ড থেকে কর্মী সমর্থকদের সাথে নিয়ে রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রতীক নিতে আসেন  প্রার্থীরা।
দ্বিতীয় বারের মত রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে মেয়র পদে চূড়ান্ত প্রার্থী ৭ জন। এর মধ্যে রাজনৈতিক দলের ৬ জন। স্বতন্ত্র প্রার্থী আছেন একজন। রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু। বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে কাওছার জামান বাবলা। লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে মোস্তাফিজার রহমান মোস্তফা। স্বতন্ত্র প্রার্থী হলেও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পেয়েছেন হাতী প্রতীক।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ‘বাসদ’ থেকে মই প্রতীক নিয়ে লড়ছেন আবদুল কুদ্দুস। হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ টি এম গোলাম মোস্তফা। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি থেকে দলীয় প্রতীক আম নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন সেলিম আখতার।
এছাড়া ৩৩ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২১১ জন। ১১ টি সংরক্ষিত নারী কাউন্সিল পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ জন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ৭ জন মেয়র প্রার্থীসহ মোট ২৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর সিটি করর্পোরেশনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। এবারের নির্বাচনে পুরুষদের তুলনায় নারী ভোটার বেশি রয়েছেন ১ হাজার ২৮২ জন। এবার ভোটার বেড়েছে ৩৬ হাজার ২৫২ জন। এবারের নির্বাচনে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণার সুযোগ পাচ্ছেন ১৪/১৫ দিন। দ্বিতীয় বারের মত আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ